পুরাতন মালদা: স্বপ্নাদেশে শুরু দুর্গাপূজা, ১৫ বছর ধরে চলছে পূজা পুরাতন মালদার মুচিয়া নজরপুরে
স্বপ্নাদেশে শুরু দুর্গাপূজা, ১৫ বছর ধরে চলছে পূজা পুরাতন মালদার মুচিয়া নজরপুরে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে এক অলৌকিক ঘটনার সূত্রে শুরু হয়েছিল দুর্গাপূজা, যা আজও অব্যাহত রয়েছে ভক্তি ও আস্থার আবহে। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ক্যামেরার সামনে জানান পরিবারবরগড়া।প্রায় ১৫ বছর আগে গ্রামের এক ছোট্ট বালক মিঠুন শীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশূল। সেই ত্রিশূলটি বাড়িতে আনার পর থেকেই ঘটতে শুরু করে রহস্যময় ঘটনা।