হেমতাবাদ: হেমতাবাদের ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় অটো উল্টে জখম মহিলা যাত্রী
হেমতাবাদের ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে অটো উলটে জখম মহিলা যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে আনুমানিক বারোটা নাগাদ চাঞ্চল্য ছড়াল হেমতাবাদে৷ ট্রাফিক পুলিস যখন যাত্রী কে হেমতাবাদ হাসপাতালে এনে চিকিৎসা করানোর পর রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷