হেমতাবাদ: হেমতাবাদের বিজেপির উদ্যোগে CAA নিয়ে সহায়তা শিবির
হেমতাবাদে SIR ও CAA নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি CAA তে আবেদন করতে শিবির শুরু করল বিজেপি নেতৃত্ব। সমবায় দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় একটি শিবির খোল হল। যেখানে CAA র জন্য আবেদন করা যাবে। এদিনের শিবির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব রা। আগামী দুই মাস এই শিবির চলবে বলেই বিজেপির পক্ষথেকে জানানো হয়েছে।