পুরুলিয়া ১: নাবালিকা অপহরণের অভিযোগে কড়রিয়া গ্রাম থেকে গ্রেপ্তার ১, ধৃতকে কোটে পেশ করল পুলিশ
গত ২৪ তারিখ টামনা থানা এলাকার ১৫ বছরের এক নাবালিকা অপহরণের অভিযোগে গত ২৫ তারিখ টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার আড়শা থানার অন্তর্গত কড়রিয়া গ্রামের প্রেমচাঁদ মুভি নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে গতকাল প্রেমচাঁদ মুদীকে গ্রেফতার করে ধৃতকে এদিন দুপুর 12 টা নাগাদ কোর্টে পেশ করে পুলিশ।