পুরুলিয়া ১: কালী পূজায় সবুজ বাজি বাজারে লক্ষ্য করা গেল ফটকা নেওয়ার জন্য মানুষের ভিড়
সরকারি সবুজ বাজি বাজারে লক্ষ্য করা গেল কালী পূজা উপলক্ষে ফটকা নেওয়ার জন্য মানুষের ভিড় সবুজ বাজি বাজারের ফটকার দোকানে ।এই সবুজ বাজি বাজার দুর্গাপূজার আগে থেকে কালী পূজার পর পর্যন্ত থাকবে পুরুলিয়াতে। সেই চিত্র তুলে ধরা হলো এদিন বিকেল বেলা