মেমারি ১: দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক বিতরণ মেমারি নিঃশঙ্ক আশ্রমে
রবিবার সকালে মেমারি নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরীর পক্ষ থেকে আশ্রমে পাঠরত এলাকার ছাত্রদের দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হলো আশ্রম প্রাঙ্গণে। দেবিপক্ষে শুভ আগমনের দিনে অর্থাৎ মহালয়া দিন প্রত্যেক বছর নিঃশঙ্ক আশ্রমে ফ্রি পাঠরত কোচিং সেন্টারে বোধোদয় লাইব্রেরীর ব্যবস্থাপনায় প্রায় ১৫০ জন ছাত্র ও শিক্ষক বৃন্দদের মধ্যে শারদীয়া পূজা উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হল।