সোনামুখী তে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রকাশ্যে ল্যাম্প পোস্টের বেঁধে পেটানোর হুমকি দিলেন বিজেপি। তৃণমূল নেতারা sir নিয়ে বাড়িতে ভুল বোঝাতে এলে বা ভোট চাইতে এলে তাদের বেঁধে রেখে আপাদমস্তক চনকানোর কথা বললেন বিজেপি নেতা। এইরকমই বক্তব্য করলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি বিরোধী দলনেতা।