কেতুগ্রাম ১: জেলার কৃষি সমবায় গুলির ২০২৪-২৫ অর্থবর্ষে প্রশংসনীয় কাজের জন্য কেতুগ্রামের কান্দরায় উৎসাহ প্রদান করা হল, উপস্থিত MLA
জেলার কৃষি সমবায় গুলির ২০২৪-২৫ অর্থবর্ষে প্রশংসনীয় কাজের জন্য রবিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ উৎসাহ প্রদান করা হল। কেতুগ্রামের-১ ব্লকের অর্ন্তগত কান্দরা কৃষি সমবায় সমিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ সমবায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন বিধায়ক। তারপর তিনি সমবায়ের নানাবিধ দিক তুলে ধরে আলোচনা করেন।