দিনে-দুপুরে প্রাক্তন আর জি কর হাসপাতালের ডাক্তারের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার চাতরা দাসপাড়া এলাকায়। ডাক্তার অমিত চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে মসলন্দপুরের একটি ব্যাংক থেকে ৯৫ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। চাতরা দাসপাড়া এলাকায় পৌঁছাতেই বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর কাঁধে ঝোলানো ব্যাগটি ছিনতাই করে চম্পট দেয়। ব্যাগের মধ্যে নগদ ৯৫ হাজার টাকা ছাড়াও ডাক্তারের চেকবই সহ গুরুত্বপূর্ণ নথি ছিল। ঘটনার পর স্থানীয়দের ভিড় জমে। দ