পরিত্যাক্ত কুঁয়োর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা বলরামপুর শহরের গোশালা রোড পশু হসপিটালের ভিতরে থাকা কুঁয়োতে। মৃত ব্যাক্তির নাম শক্তিপদ গোপ। শুক্রবার দেহ ময়না তদন্তে পাঠাবে বলরামপুর থানার পুলিশ।
বলরামপুর: বলরামপুর গোশালা রোডে কুঁয়ো থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করলো দমকল ও পুলিশ - Balarampur News