ব্যারাকপুর ১: নৈহাটি বড়মার মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল, ভির সামলাতে তৎপর প্রশাসন
নৈহাটি বড় কালী পূজো সমিতি ট্রাস্টের শতাব্দী প্রাচীন বড়মার পুজো দিতে সকাল থেকেই মানুষের ঢল দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের সামাল দিতে তৎপর পুলিশ প্রশাসন রয়েছে মন্দিরের তরফ থেকেও স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই বেলা বারোটা পর্যন্ত লক্ষাধিক মানুষ মন্দির চত্বরে উপস্থিত হয়েছেন দন্ডী এবং পুজো পুজো দিয়েছেন।