পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের মাধ্যমে ইলামবাজার ব্লকের শীর্ষ অঞ্চলের সালকা গ্রামের রাস্তা, শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বেলা ১২:০০ টা নাগাদ।এছাড়া উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং শীর্ষা অঞ্চল তৃণমূলের সভাপতি সহ সালকা গ্রামের অগণিত সাধারণ মানুষ। গ্রামের মানুষদের অনেক প্রতীক্ষার পর এই রাস্তা শুভ উদ্বোধন হয়।