আগামী ২৯ নভেম্বর নাগরাকাটা ব্লকের চম্পাগুড়িতে অঞ্চল সম্মেলন করা হবে।সেই সম্মেলনকে সফল করতে বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের কনফারেন্স হলঘরে একটি প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এস আই আর নিয়ে অঞ্চলের বিএলএ টু দের কে নিয়েও একটি বৈঠক করা হয়েছে। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর যে সম্মেলন করা হবে। সেই সম্মেলনে তৃণমূলের মাদার সংগঠন, যুব, তৃণমূল ছাত্রপরিষদ মাইনরিটি, মহিলা সহ তৃণমূলের সমস্ত শাখা সংগঠন এর কর্মিসমর্থকেরা উপস্থিত থাকবেন