কোচবিহার ১: কোচবিহার থেকে শুরু হতে চলে অঙ্গীকার যাত্রা
৯ ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মহিলাদের আহবানে নারী মর্যাদা রক্ষার সাথে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে। এই অঙ্গীকার যাত্রা কোচবিহার থেকে শুরু হবে। কোচবিহার থেকে চল্লিশ জন অঙ্গীকার যাত্রী অংশ নেবে। শুক্রবার দুপুর দুটো নাগাদ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জাগো নারী জাগো বহ্নিশিখা কোচবিহারের সদস্যরা।