আউশগ্রাম ২: লক্ষ্য বিধানসভা নির্বাচন, ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনী, গেঁড়াইয়ে প্রস্তুতি বৈঠকে হাজির ব্লক সভাপতি
সামনেই বিধানসভা নির্বাচন, ফলতো তাকে পাখির চোখ করে ঝাপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজয়া সম্মেলনীর মাধ্যমে দলের কর্মীদের আগামী নির্বাচন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন দলীয় নেতারা। সেইমতো আগামী শনিবার আউশগ্রাম-২ ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে গেঁড়াই স্কুল ময়দানে।আর সেনিয়ে সোমবার আনুমানিক দুপুর ২টা নাগাদ প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কংগ্রেস।গেঁড়াইয়ে সেই বৈঠকে উপস্থিত ছিলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন সহ অনান্যরা।