রানিনগর ১: হাসানপুর শিসাপাড়া গ্রাম থেকে ১০টি তাজা সকেট বোম উদ্ধার করলো ইসলামপুর থানার পুলিশ।
আজ রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার পুলিশ হাসান পাড়া গ্রামের হানাদার তারপরে উক্ত এলাকা থেকে দশটি তাজা সকেট উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ ওই এলাকায় কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমগুলি ঘিরে রেখেছে ইসলামপুর থানা পুলিশ ফজল কর্মীদের খবর দেওয়া হয়েছে করার জন্য এতগুলি বোমকে বা কারা মজুদ করে রেখেছিল পুরো ঘটনা শুরু করেছে ইসলাম।