ভরতপুর ১: 'সরকার পড়ে গেছে', ভরতপুরের হুমায়ুনের ইঙ্গিতকেই হাতিয়ার করল বিজেপি
“সরকার যে চলে গেছে, সেটা হুমায়ুন কবির জেনে গিয়েছেন” মুর্শিদাবাদের তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ নিয়ে বিস্ফোরক দাবি জেলা বিজেপির সম্পাদক লালটু দাসের। মুর্শিদাবাদের রাজনীতিতে ফের তোলপাড়! ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একের পর এক বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে জেলা তৃণমূল। গত কয়েকদিন ধরে শাসকদলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন হুমায়ুন কবির। এমনকি ভরতপুর থানায় তিনি দলীয় নেতৃত্বকে নিশানা করেন।