মুরারই ১: মুরারই ডুমুরগ্রাম ও পলসা অঞ্চলের প্রায় 800 জন দুঃস্থ গরিব মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি প্রদান, আলী খানের উদ্যোগে
শারদীয়া উপলক্ষে বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান ও বিশিষ্ট সমাজসেবী আরিফ খানের উদ্যোগে, ও মুসকান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের সৌজন্যে, এদিন 28 সেপ্টেম্বর রবিবার সকাল নাগাদ মুরারই থেকে, মুরারই, ডুমুরগ্রাম ও পলসা অঞ্চলের প্রায় 800 জন দুস্থ মহিলাদের শাড়ি প্রদান করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। এদিনের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রা