গঙ্গাজলঘাটি: জামগাড়ি গ্রামে একটি লক্ষীমন্দির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিধায়ক
আগামী সোমবার লক্ষী পুজো,সেই উপলক্ষে গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত নিত্তানন্দপুর অঞ্চলের জামগাড়ি গ্রামে গ্রামেবাসীদের সহযোগিতায় একটি লক্ষীমন্দির প্রতিষ্ঠিত করা হল। রবিবার লক্ষী মন্দির শুভ উদ্বোধন করলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী। এছাড়াও এই শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ব্লক 2 সভাপতি জিতেন গরাই।