আউশগ্রাম ১: হারিয়ে যাওয়া ভিনরাজ্যের কিশোরকে পরিবারের হাতে তুলে দিল গুসকরা ফাঁড়ির পুলিশ
মায়ের সঙ্গে গুসকরা স্টেশনে ট্রেন থেকে নামার পর আর মায়ের দেখা না মেলায় হতভম্ব অবস্থা হয় বছর দশেকের কিশোরের। মায়ের খোঁজে কান্নাকাটি শুরু করে ভিন রাজ্যের বাসিন্দা ওই কিশোর তালাময় হেমরম। সে ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা। তালাময়কে শুক্রবার গুসকরা শহরের কমলনগর এলাকায় দেখতে পান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাবুরাম হেমরম। তিনি ওই কিশোরের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাড়িতে ঘটনার কথা জানায়।