ভাতার: SRI নিয়ে সাধারণ মানুষের পাশে ভাতার ব্লক জুড়ে বিভিন্ন গ্রামে কর্মসূচি করছে বাম কর্মী সমর্থকরা
SRI নিয়ে সাধারণ মানুষের পাশে ভাতার ব্লক জুড়ে বিভিন্ন গ্রামে কর্মসূচি করছে বাম কর্মী সংগঠন। ভাতারের কালুকতাক গ্রামে মঙ্গলবার ছটা পর্যন্ত সাধারণ মানুষকে SRI আই নিয়ে সচেতন করল বাম কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বিভিন্ন গ্রামে বাম কর্মীরা সাধারণ মানুষকে SRI নিয়ে সচেতন করছে।