বিলোনিয়া: দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন সাতচাঁদ আরডি ব্লক এলাকায় মনু এবং সাবরুম বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন
দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন সাতচাঁদ আরডি ব্লক এলাকায় মনু এবং সাবরুম বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ও পঞ্চায়েতের জন প্রতিনিধিরা । সোমবার দুপুর দুইটা নাগাদ থেকে শুরু হয় উন্নয়ন মুলক কাজের পরিদর্শন। আগামী দিনের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এই পরিদর্শন বলে জানা যায়।