আজ সন্ধ্যে ছটা নাগাদ নালিকুলে গ্রহরাজ বাবার বাৎসরিক পূজা উপলক্ষে ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পূজামণ্ডপে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং স্থানীয় বিধায়িকা করবী মান্না। তাঁদের আগমনে উৎসবের উন্মাদনা আরও বেড়ে যায়। পূজামণ্ডপে এসে তাঁরা গ্রহরাজ বাবার দর্শন ও পূজা অর্চনায় অংশ নেন। এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।