কুলতলি: মৈপিঠ কোষ্টাল থানার রায় বাড়ির 142 তম বর্ষের দূর্গা পূজা মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে
কুলতলীর মৈপিঠ কোষ্টাল থানার 142 তম বর্ষের রায় বাড়ির দূর্গা পূজা পুরুষানুক্রমে জাঁকজমক পূর্ণ হয়ে আসছে। আর এই পূজা মন্ডপে একাধিক সচেতনতার বার্তা দেয়া হয়েছে। এ বিষয় নিয়ে কর্মকর্তারা কি জানাচ্ছেন শুনুন তাদের মুখ থেকে।