হাড়োয়া: নারায়নপুর স্কুলে অনুষ্ঠিত হল 'আমাদের পাড়া,আমাদের সমাধান ' ক্যাম্প
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত হাড়োয়া ব্লকের সোনাপুকুর - শংকরপুর পঞ্চায়েতের নারায়নপুর স্কুলে।সোনাপুকুর -শংকরপুর পঞ্চায়েতের ৫৬,৬১ এবং ৬২ এই তিনটি বুথ নিয়ে হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মল্লিকা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।