উন্নয়নের পাঁচালীর ট্যাবলো নিয়ে বুধবার এলাকা পরিক্রমা করলেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ আউশগ্রামের বেলাড়িতে এই পদযাত্রা বের করা হয়। নারকেল ফাটিয়ে ট্যাবলোর যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন আউশগ্রাম-১ ব্লকের INTTUC-র সভাপতি সামীম মাসুদ, স্থানীয় বিল্বগ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর রায়চৌধুরী সহ অনান্যরা।উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে