পাথরপ্রতিমা: গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে জলপথে মৎস্যজীবীদের জন্য মাইকিং প্রচার
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা বিধানসভার গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য চলল মাইকিং প্রচার, মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তার সৃষ্টি হয়েছে যার কারণে নদীর জল উত্তাল থাকবে সেই কারণে কোন মৎস্যজীবী গভীর সমুদ্রে যেন না মৎস্য শিকার করতে যায় তার জন্য জলপথে চলল মাইকিং প্রচার।।