দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের শরৎকুমারীর সামনে আজ ম্যানগ্রো গ্রুপ রোপন বা ম্যানগ্রোভের ট্রেনিং নেওয়ার পর দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় টাকার জন্য বারংবার দ্বারস্ত হওয়ার পরেও। তাদেরকে আজ আসার কথা বলার পরেও তাদের সঙ্গে কোন কিছুতে দেখা না করার কিংবা তাদের বিষয়ে কোনো কর্ণপাত না করায় খুব উপড়ে দিল টেনিং নেওয়া মহিলা থেকে শুরু করে পুরুষরা কিংবা এলাকার মানুষজন কি বলছেন তারা শুনুন।।