ধর্মদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কড়কড়িয়া গ্রামে জাগ্রত গোপাল পূজা ভক্তদের সমাগম । ২০ তম বর্ষ জাগ্রত গোপাল পূজার আজ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। করকরিয়া গঙ্গা ধারেবহু মানুষের সমাগম। একদিনের এই অনুষ্ঠানে খিচুড়ি ভোগ পায়েস ভোগ বিতরণ এবং ভক্তদের বসে খাওয়ার ব্যবস্থা ছিল।। জাগ্রত এই পূজোতে দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে তারা পুজো দিয়ে যান।