হেমতাবাদ: হেমতাবাদের SIR এর ফর্ম ফিলাপ করবে ছাত্রছাত্রীরা, বিডিও র উপস্তিতিতে হল প্রশিক্ষণ
SIR নিয়ে গুজব রোখার পাশাপাশি ফর্ম ফিলাপ করতে এবারে হেমতাবাদে কাজ করবে ইলেকটোরাল লিটারেসি ক্লাব। নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী দের ফর্ম ফিলাপ করাবে তারা। শুক্রবার হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর নেতৃত্বে হেমতাবাদের ১১ টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।