দুবরাজপুর: অষ্টমীর সন্ধিক্ষণে অস্ত্র হাতে উল্লাস দুবরাজপুরে শতাব্দী প্রাচীন জয়তারা উৎসব
বীরভূমের দুবরাজপুরে দুর্গাপূজোর অন্যতম আকর্ষণ হলো শতাব্দী প্রাচীন জয়তারা উৎসব। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে বলিদান শেষে শিশু থেকে প্রবীণ সকলেই হাতে নেন ঢাল, তরোয়াল, বল্লম, ত্রিশূলের মতো অস্ত্রশস্ত্র। ঢাকের তালে উল্লাসে শোভাযাত্রা নিয়ে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়ান তারা। প্রচলিত বিশ্বাস, মহিষাসুর বধের পর দেবতারা যেমন বিজয়ের উল্লাস করেছিলেন, জয়তারা তারই প্রতীক। শহরের প্রায় ৫০টি পুজোমণ্ডপ থেকে এই উৎসব বের হয় এবং শেষে নিজ নিজ মণ্ডপে ফিরে আসে।