বলরামপুর: শালবনী গ্রামে প্রয়াত বাম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সিপিআইএম নেতাকর্মীরা
শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু হলো আজীবন বামপন্থী সংগঠন সি,পি,আই (এম)এর সঙ্গে জড়িত প্রাক্তন নেতা কমরেড বিমল সরেন।প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার বিকালে পাঁচটা নাগাদ তার শালবনি গ্রামের বাড়িতে যান সিপিএম নেতা সমতুল টুডু,নবীন মান্ডি,অর্ধেন্দু মাহান্তি সহ দলীয় কর্মীরা। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতেই তার মরদেহ সিপিআইএমের দলীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।