ED র কাছ থেকে ফাইল ছিনতাই ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ মিছিল বিজেপির। হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি মুখ্যমন্ত্রী র কুশপুত্তলি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। যদিও কুশ পুতুল ছিনিয়ে নেয় পুলিশ। বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মন, দিলিপ বর্মন সহ বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।