নামখানা: নবোদয় সংঘ ও মাতৃ শক্তি পরিচালনায় নামখানায় এক শ্যামা পূজার আয়োজন করা হয় উপস্থিত জিবিডি এর চেয়ারম্যান
নামখানা ব্লকের নবোদয় সংঘের ও মাতৃ শক্তির পরিচালনায়, এই পুজোয় উপস্থিত জিবিডি এর চেয়ারম্যান উপস্থিত নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত নামখানা থানার ভারপ্রাপ্ত ওসি সহ বিশিষ্ট ব্যক্তিগণ এই পুজোয় কিছু সুস্থ অসহায় মানুষের হাতে কিছু পোশাক তুলে দেওয়া হলো।