ভাতার: মানবিক ভূমিকায় ভাতারের OC, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ওরগ্রাম জঙ্গল থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন
আবারো মানবিক ভূমিকায় ভাতার থানার ওসি, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ওরগ্রাম জঙ্গল এলাকা থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল শুক্রবার ৫ঃ৩০ মিনিটে। ভাতার থানার ওরগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাই ভাতার থানার পুলিশ যে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি ওরগ্রাম বনাঞ্চলে ঘোরাফেরা করছে। পুলিশ বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানতে পারে যে, তার নাম সাধিন দেবনাথ (২৫ বছর) দুর্গাপুরের সুর্য সেন পল্লীতে তার বাড়ি।