ভগবানগোলা ২: প্রেম মানে না কোনো জাতি, কুল, মান, ভেদাভেদ আজ তারই প্রমাণ রানিতলা থানার হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকায়
ভালোবাসা কখনও জাতি, ধর্ম, কুল বা মান-অভিমান মানে না— এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিতলা থানার হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকায়। লালবাগ থানার গুধিয়া ইন্দ্রডাঙ্গার বাসিন্দা আলিনা বিবির সঙ্গে নয় বছর আগে বিয়ে হয় হরিরামপুরের মোকিম শেখের। বিয়ের পর তাদের সংসারে আসে এক কন্যা সন্তান, বর্তমানে বয়স আট বছর।জানা গেছে, কয়েকদিন আগে আলিনা বিবি মায়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকেই আচমকা প্রেমিকের হাত ধরে নিজের কন্যাসহ উধাও হয়ে যান তিনি। যাওয়ার