নয়াগ্রাম: নয়াগ্রামের খড়িকামাথানীতে ‘কেন্দু পাতা সামাজিক সুরক্ষা যোজনা’ বিশেষ সহায়তা প্রদান কর্মসূচীর আয়োজন, উপস্থিত বিধায়ক
নয়াগ্রামের খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সে মঙ্গলবার বিকেলে ‘কেন্দু পাতা সামাজিক সুরক্ষা যোজনা’ বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় “কেন্দু পাতা সামাজিক সুরক্ষা যোজনার বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউত-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।