নাকাশিপারার একটি অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুরাহা তাদের উদ্যোগে আজ একই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগার ময়দানে একটি সভা হবে সেখানে উপস্থিত থাকবেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সুরাহা সংগঠনের সম্পাদক তনময় গাঙ্গুলির নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৃষ্ণনগরে KIMS এ এই রক্ত সংগ্রহের কাজ করেন। ৫০০ জন রক্তদাতা রক্তদানের লক্ষ্যমাত্রা রেখেছে সুরাহা।