রামপুরহাট ১: বন্দেমাতরম গৌরব যাত্রা অনুষ্ঠিত হলো বীরভূমের রামপুরহাট শহরে
বন্দেমাতরম গৌরব যাত্রা অনুষ্ঠিত হলো বীরভূমের রামপুরহাট শহরে শুক্রবার, বিকেল সাড়ে চারটে নাগাদ রামপুরহাট কামারপট্টি মোড় থেকে, শুরু হয় এই যাত্রা বন্দেমাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে, বন্দেমাতরম গৌরব যাত্রার আয়জন করে একটি অরাজনৈতিক সংগঠন।ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে, কামারপট্টি মোড় থেকে শুরু হয়ে, পাচমাথা মোড়ে 150 টি প্রদীপ প্রঞ্জলনের মাধ্যমে শেষ হয়।