কুলতলি: গ্রামীণ কৃষকদের আর্থ-সামাজিক উন্নতি সাধনে কুলতলী পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় কৃষকদের দেয়া হলো শুকর
কুলতলী ব্লকের কৃষকদের আর্থসামাজিক উন্নতি সাধনে, কুলতলী পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজ বিকালে কুলতলী পঞ্চায়েত সমিতির অফিস থেকে দেয়া হলো উন্নত প্রজাতির শুকর বাচ্চা- সাথে খাবার ও ঔষধপত্র। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক বি এল ডি ও কুলতলী পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ।