শ্যামপুুর ২: শশাটি নহলা অবিনাশ উচ্চ বিদ্যালয় এর 125 বর্ষপূর্তি উৎসব উদযাপনের সূচনা অনুষ্ঠান উপস্থিত বিধায়ক শ্যামপুরে
হাওড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শশাটি নহলা অবিনাশ উচ্চ বিদ্যালয় এর 125 বর্ষপূর্তি উৎসব উদযাপনের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গনে। বৃহস্পতিবার আনুমানিক ছটা নাগাদ ১২৫ বর্ষপূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল সহ এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিরা এবং স্কুলের প্রাক্তনীরা