গাইঘাটা: গাইঘাটা থানার পক্ষ থেকে যারা ত্রাণ শিবিরের রয়েছেন তাদেরকে পুলিশের বাসে করে ঠাকুর দেখাতে বনগাঁতে নিয়ে এলো
আজ বিকেল পাঁচটা নাগাদ গাইঘাটা থানার পক্ষ থেকে রামনগর গ্রাম পঞ্চায়েত ও সুটিয়া গ্রাম পঞ্চায়েত যাদের বন্যায় বাড়িতে জল উঠেছে ও যারা ত্রাণ শিবিরের রয়েছেন তাদেরকে পুলিশের বাসে করে ঠাকুর দেখাতে বনগাঁতে নিয়ে এলো গাইঘাটা থানার পুলিশ। মোট ৫৫ জনকে ঠাকুর দেখতে নিয়ে এসেছে, পুলিশের এই ভূমিকায় খুশি গ্রামবাসীরা। জানা গিয়েছে প্রায় দুমাস ধরে শিবিরেই রয়েছেন এরা।