বনগাঁ: ২২ টি ৫০০ টাকার জাল নোট নিয়ে ব্যাংকে জমা দিতে গিয়ে গ্রেফতার পাঁচ
বনগাঁ মহকুমা আদালতে পেশ
২২ টি ৫০০ টাকার জাল নোট নিয়ে ব্যাংকে জমা দিতে গিয়ে গ্রেফতার পাঁচ । উত্তর ২৪ পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শিমুলতলার এক বাসিন্দার একাউন্টে ৫০ হাজার টাকা জমা দিতে গিয়েছিল তার দাদা । ১০০ টি ৫০০ টাকার মধ্যে ২২টি ৫০০ টাকার নোট দেখে সন্দেহ হয় ব্যাংকের কর্তার । পরবর্তীতে খবর দেওয়া হয় বনগাঁ থানায় । ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ ওই ব্যক্তিকে ওই গ্রেপ্তার করে একাউন্টের মালিক কে ও গ্রেফতার করে ।