নওদা ব্লকের আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় গ্রাউন্ডে নতুন আনুষ্ঠানিক মঞ্চের কাজ পরিদর্শন করা হয়। সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ সহ কলেজের শিক্ষকগণরা।
নওদা: আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় গ্রাউন্ডে নতুন আনুষ্ঠানিক মঞ্চের কাজ পরিদর্শনে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ - Nawda News