কেশিয়ারি: কেশিয়াড়িতে ধর্ষকের শাস্তির দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান
কেশিয়াড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগাণা মহল। রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়ে সোমবার কেশিয়াড়িতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা মহলের লালুয়া ৮ নম্বর কেশিয়াড়ি মুলুক।এদিন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কেশিয়াড়ি বাজার এলাকা পরিক্রমা করে। পরে কেশিয়াড়ি থানার সামনে বিক্ষোভ এবং স্মারক লিপি প্রদান করা হয়।