পুলিশি হেফাজতে নেওয়া লটারি বিক্রেতাদের জেরা করে আরো এক জাল লটারি বিক্রেতাকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম কার্তিক সিং। বাড়ি হেমতাবাদের নেতাজীমোড় এলাকায়। শুক্রবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে৷ শনিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। এর আগেও হেমতাবাদ থানার পুলিশ দুইজন কে গ্রেফতার করেছে৷ ধৃতরা হেমতাবাদ ব্লকের পাশি বিভিন্ন এলাকায় জাল লটারি সাজিয়ে কারবার করে।