রঘুনাথগঞ্জ ১: রঘুনাথগঞ্জে চাষের জমি থেকে অজ্ঞাতপরিচয় মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
সকাল ১০ নাগাদ রঘুনাথগঞ্জ থানার রাণীনগর এলাকায় চাষের জমি থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলাকে গলা কেটে খুন করে ফেলে রাখা হয়েছে।