কালনা ২: বিষ খেয়ে জুগলের আত্মহত্যার চেষ্টা, ঘটনায় মৃত্যু স্ত্রীর, আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে চিকিৎসাধীন স্বামী
বিষ খেয়ে জুগলের আত্মহত্যার চেষ্টা। স্বামী প্রাণে বাঁচলো মৃত্যুর কোলে পড়লেন স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় হসপিটালে। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম চন্দনা মান্ডি। চলতি মাছের চার তারিখ স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্যের দুজনে একসাথে বিষ খেয়ে নেন। দুজনকেই ভর্তি করা হয় কালনা হসপিটালে। আজ সকালে কালনা হসপিটালে মৃত্যু হয় চন্দনার। মহাদেব মান্ডি নামে ওই গৃহবধূর স্বামী এখনো কালনা হসপিটালে চিকিৎসাধীন।