ঝাড়গ্রাম: উত্তরবঙ্গের পাশে জঙ্গলমহল ! ঝাড়গ্রামে ত্রাণ সংগ্রহ করছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলি
বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে চলেছে জঙ্গলমহল। শুরু হয়েছে ত্রাণ সংগ্রহের কাজ।আমরা ঝাড়গ্রামবাসী এই ব্যানারে ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদ সহ শহরের একাধিক সামাজিক সংগঠন ত্রাণ সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন। ত্রাণ সংগ্রহ করে আগামী ১৩ই অক্টোবর রবিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাড়ি দিবে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।ত্রাণ সংগ্রহের জন্য শহরের পাঁচটি জায়গায় ত্রাণ সংগ্রহের কেন্দ্র খোলা হয়েছে।শনিবার সকাল থেকে সারাদিন ত্রাণ সংগ্রহ হয়।