হেমতাবাদ: হেমতাবাদ বিডিও অফিসে বিশ্ব শৌচালয় দিবস পালন, উপস্থিত বিডিও
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হেমতাবাদ বিডিও অফিসে পালন করা হলো বিশ্ব শৌচাগার দিবস। বুধবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিস প্রাঙ্গণে শৌচাগার দিবস উপলক্ষে একটি সচেতনতা মূলক বৈঠক করার পাশাপাশি মানববন্ধন কর্মসূচি ও র্যালি করা হয়। যেখানে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। হেমতাবাদ ব্লকের পাশাপাশি ৫টি গ্রাম পঞ্চায়েত এ এই দিনটি পালন করা হয়।